আপনার কি মনে হয় একটা ভালো বাজেট ফ্রেন্ডলী গেমিং পিসি আপনি কত টাকা খরচ করে বানাতে পারবেন ? ১ লাখ টাকা! না, আরও বেশি আসলে একটা ভালো এবং মোটামুটি সবরকম হাই এন্ড গেম খেলা যাবে এমন পিসি বিল্ড তৈরি করতে ৫০ হাজার টাকার মত লাগবে। বিশ্বাস হচ্ছে না ?
নাই হতে পারে কিন্তু আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ৫০ হাজার টাকার মধ্যে সেরা বাজেট গেমিং পিসি । আপনি নিশ্চিত ভাবে ভাবতে পারেন যে এই বিল্ড এর দ্বারা আপনি AAA Games অন্তত ৬০ এফপিএসে খেলতে পারবেন।
যদিও আপনাকে কিছু গেমসে সেটিংস মিডিয়াম এ দিয়ে খেলতে হবে। তো চলুন এর বকবক না করে আজকের পিসি বিল্ড এর গাইড শুরু করে দেই।
৫০ হাজার টাকার বাজেট গেমিং পিসি বায়িং গাইড ২০২০
বিঃদ্রঃ আজকের এই পিসি বিল্ডিং গাইড এ বিবৃত সকল পিসি কম্পোনেন্ট এবং পার্টস আপনি StarTech অথবা Ryans Computer থেকে কিনতে পারেন। উল্লেখিত পার্টস গুলোর মূল্য মার্কেট অনুসারে কম বেশি হতে পারে। এমনকি কম্পোনেন্ট গুলো সবসময় সকল মার্কেট নাও থাকতে পারে। alert-info
প্রসেসর
প্রসেসর হিসেবে সিলেক্ট করা হয়েছে AMD এর Ryzen 5 2600। এর প্রাইস হচ্ছে ১২ হাজার টাকা। এই প্রসেসরটি এখন পুরনো হয়ে গেলেও এখন এইটা কেনার সবচেয়ে ভালো সময়।
কারণ AMD Ryzen এর ৩য় জেনারেশন এর প্রসেসর গুলো আসার পর এর মূল্য অনেক কমে গেছে। সেই সাথে এর ভ্যালু-ফর-মানি আরো বেড়ে গেছে।
AMD Ryzen 5 2600 এর বেইজ ক্লক স্পিড ৩.৪০ গিগাহার্টজ এবং ওভারক্লক করে এটি বাড়ানো যাবে ৩.৯ গিগাহার্টজ পর্যন্ত। এর ৬ টি করে এবং ১২ টি থ্রেড রয়েছে এবং L3 Cache মেমোরি ১৬ মেগাবাইট।
মাদারবোর্ড
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমরা স্প্যাম ঘৃণা করি!