বর্তমান করোনা পরিস্থিতিতে প্রতিরোধ সুনিশ্চিত করাই হচ্ছে একমাত্র উপায় এই মহামারীর ছোবল থেকে রক্ষা পাওয়ার।
বিশেষজ্ঞ দের মতে, স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কাজে হাত লাগলেই কেবল মাত্র এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। এর জন্য তারা ভালোভাবে নিজস্ব হাত ধোয়ার কথা বলেছেন নিয়মিত।
লিফটের বাটন, দরজার হাতল, খাবার প্লেট, পানির গ্লাস ইত্যাদি পৃষ্ঠ সমূহে লেগে থাকা জীবাণু থেকে নিজেকে সুরক্ষিত রাখা রীতিমতো অসম্ভব বিষয়।
এই জন্য প্রতিদিন বারবার নিজের নিজের হাত ভালোভাবে ধোয়াটা অতীব গুরত্বপূর্ণ। আপনার দৈনিক ব্যবহার্য জিনিসপত্র এর মধ্যে একটি হচ্ছে আপনার প্রিয় স্মার্টফোন।
ভাইরাস সংবলিত কিছু তথ্য–
২০১৭ সালে দা যোর্নাল জার্মস এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় – '২৭ টি টিন এজারদের থেকে নেওয়া ফোনে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায়।' তন্মধ্যে ছিল –ই. কোলি, স্ট্যাফাইলোকোকাস অরাস, স্ট্রেপটোকোকাস এর মতো জীবাণু।
জেনে রাখা ভালো মোবাইল ফোন কখনো কোনো ভাইরাস ছড়ানোর মুখ্য কারণ হিসেবে বিবেচিত হয়নি। কিন্তু কিছু ভাইরাস এমন রয়েছে আপনার কল্পনার বাইরে। দীর্ঘ সময় জুড়ে আপনার ফোনের উপর লেগে থাকতে পারে।
চার্লস গারবা, পিএইচডি, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের এপিডেমিওলজি এবং বায়োস্ট্যাটিসটিকস এর একজন প্রফেসর তিনি বলেন – "অধিকাংশ কোল্ড এবং ফ্লু ভাইরাস শক্ত পৃষ্ঠে লেগে থাকতে পারে কিছু ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত। যদিও নরো ভাইরাস লেগে থাকতে পারে ৪ সপ্তাহ পর্যন্ত।"
তাই নিয়মিত আপনার স্মার্টফোন পরিষ্কার করার ব্যাপারে উদাসীন না হয়ে নিয়মিত পরিষ্কারে জোর দিলে আপনার আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।
ফোন পরিষ্কার করার সময় যা মাথায় রাখবেন–
- কখনো আপনার ফোন এমন কোনো তরল দ্বারা পরিষ্কার করার চেষ্টা করবেন যার দ্বারা আপনি গ্লাস কিংবা শক্ত প্লাস্টিক এর জিনিসপত্র পরিষ্কার করেন।
- গ্লাস ক্লিনার, বাথরুম ক্লিনার, মেটাল ব্লিচ প্রকৃতির জিনিস নিজের ফোনে ব্যাবহার করা থেকে বিরত থাকুন।
- কখনো কোনো তরল সরাসরি আপনার ফোনে স্প্রে করা থেকে বিরত থাকুন এবং কখনো ফোন পানিতে বেশি ভেজাবেন না আইপি সার্টিফিকেট থাকার পরও যাতে করে এর মধ্যে পানি প্রবেশ না করে।
- অ্যাপেল ইউজারদের সতর্ক করেছে বানিজ্যিকভাবে প্রকাশিত ক্লিনারসমূহ ফোনের ফিঙ্গারপ্রিন্ট রেসিসটেন্স এবং সম্ভবত ফোনের গ্লাস স্ক্র্যাচ করে দিতে পারে।
- স্যামসাং এবং অ্যাপেল উভয় তাদের ওয়েবসাইটে বলেছে যে ৭০% আইসোপ্রপিল অ্যালকোহল আছে এমন ক্লিনার দ্বারা একটা মাইক্রো ফাইবার ক্লথ দিয়ে আপনার ফোন জীবাণুমুক্ত করতে পারেন।
ফোন জীবাণুমুক্ত করার জন্য যা ব্যাবহার করবেন–
- অ্যালকোহল দ্বারা আপনার ফোন পরিষ্কার করার কথা ভাবতে পারেন তবে ভুলেও সরাসরি অ্যালকোহল আপনার ফোনের উপর ইউজ করবেন না।
- সরাসরি অ্যালকোহল ব্যাবহার করলে এটা আপনার ফোনের অলিওফোবিক এবং হাইড্রোফোবিক কোটিং নষ্ট করে দিতে পারে যা আপনার ফোনকে তেল এবং ধুলোবালি থেকে রক্ষা করে।
- কেউ হয়তো আপনাকে অ্যালকোহল এর সাথে পানি মিশিয়ে ব্যাবহার করতে বলতে পারে কিন্তু সেখানে সঠিক অনুপাতে মিশ্রণ তৈরি করা খুবই কঠিন।
- তাই সবচেয়ে ভালো এমন ক্লিনার ব্যাবহার করা যেখানে ৭০% আইসোপ্রপিল অ্যালকোহল আছে। কিন্তু কখনো সরাসরি স্প্রে করে নিজের ফোনের ক্ষতি করবেন না।
যেভাবে ফোন পরিষ্কার করবেন–
![]() |
Image Courtesy: Times |