আপনার কি লকডাউনে সময় পার হচ্ছে না ? কিংবা আপনি কি বাসায় ঘণ্টার পর ঘন্টা বসে থেকে বিরক্ত হয়ে গেছেন ? যদি আপনি এই লকডাউনের সময় বিনোদনের সাথে পার করতে চান তাহলে আপনার জন্য এই আর্টিকেলটা।
যখন কথা আসে সময় পার করার বা মনে ভালো লাগার তখন আপনার জন্য একটি দারুন অপশন হলো মোবাইল গেমিং। গুগল প্লেতে হাজার রকমের গেম থেকে নিজে কোনটা খেলবেন ও কোনটা খেলবেন না সেটা নির্ধারণ করা অনেক জটিল বিষয় হবে।
কিন্তু চিন্তা করার কোনো অবকাশ নেই। কারণ আমরা আপনার জন্য নিয়ে এসেছি এই জুন মাসের সেরা গেমগুলো। এদের বেশিরভাগ গুলোই ফ্রিতে ডাউনলোড করা যাবে তবে কিছু আছে যার জন্য আপনাকে অল্প কিছু টাকা দিতে হবে।
আজকের এই আর্টিকেলে আমরা দেখবো চলতি মাসের সেরা অস্থির অ্যান্ড্রয়েড গেমস গুলো। প্লে স্টোরে যেহেতু অনেক ধরনের আলাদা আলাদা গেম আছে তাই আমরা এই লিস্টে অনেক গুলো ক্যাটাগরির গেম উল্লেখ করবো। যেমন: ফার্স্ট পারসন শুটারস, রোল প্লেইং গেমস, রেসিং গেমস, পাজালস ও স্ট্রেটিজি সহ আরো অনেক।
এই লস্টের গেমগুলোর কোনো না কোনো টা আপনার অবশ্যই ভালো লাগবে।
সেরা ১৫ অস্থির অ্যান্ড্রয়েড গেমস (জুন ২০২০)
বিঃদ্রঃ আজকের লিস্টে উল্লেখিত গেম গুলো সহজেই গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে। গেমগুলোর কোনোটাই আপনার সিকিউরিটি বা প্রাইভেসি নিয়ে সংকোচ করবে না। কিছু গেমস এর সাইজ অনেক বেশি হবে। কিছু গেমস খেলার জন্য একটা ভালো পাওয়ারফুল সিপিইউ সমৃদ্ধ ফোন এর প্রয়োজন হবে। আবার কিছু গেমস ফ্রিতে আর কিছু গেম ডাউনলোড করার জন্য টাকা লাগবে।alert-info
1. Tiny Room Stories: Town Mystery
Tiny Room Stories: Town Mystery একটি রহস্যে ঘেরা গেম, যেটা আপনার মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করতে ভালোভাবে সফল হবে। গেমটিতে আপনি খেলবেন একজন ডিটেকটিভ বা গোয়েন্দা রূপে যে কিনা তার বাবার শহরে এসে দেখবে সেটা রীতিমতো জনশূন্য।
আপনাকে খুঁজে দেখতে হবে কেনো সেখানে কেউ নেই। এক্ষেত্রে আপনার গোয়েন্দা দক্ষতা দিয়ে ৩ডি লেভেল এর গ্রাফিকস এর সাথে মজাদার পাজল ও কুইজ সমাধান করতে হবে। গেমটি মূলত এস্কেপ রুম ও কোয়েস্ট এর মধ্যে সীমাবদ্ধ যেটা আপনার সময় কাটাতে সক্ষম।
2. NFS Heat Studio
Need For Speed এর নাম সবাই শুনেছি। এটি একটি জনপ্রিয় রেসিং গেম যেটা অ্যান্ড্রয়েড ও আইওএস জগতেও উপলব্ধ। সর্বপ্রথম NFS গেম থেকে আমরা জানি যে আমাদের রেস জিততে হয়, লেভেল আপ হতে হয় এবং তার পাশাপশি টাকা জিতে নতুন গাড়ি কেনার পাশাপশি সেগুলো কাস্টোমাইজ করা লাগে।
NFS Heat Studio তে আপনাকে গাড়ি কালেক্ট করতে হয় এবং সেগুলো ডিজাইন করতে হয়। গেমটিতে আপনি বিশ্বের সব অস্থির গাড়িগুলো ক্রয় করে সেগুলো ডিজাইন করতে পারবেন এবং সেগুলো NFS Heat গেমটি যেটা শীঘ্রই আসতে চলেছে সেখানে ইউজ করতে পারবেন।
আপনি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবেন। নতুন গাড়ি আনলক করতে পারবেন। এবং আপনার গাড়ির কাস্টোমাইজেশনের সাথে ইচ্ছে মত খেলতে পারবেন। যেমন: রাক্ষুসে বডি কিট ও হুইলস লাগাতে পারবেন ইত্যাদি। আবার ক্যাপচার ল্যাবে আপনার গাড়ির ছবি ও ভিডিও করতে করবেন।
3. SimpleMMO

এই গেমটির মধ্যে অনেকগুলোর গেমের মিশ্রণ আছে। এখানে MMO দিয়ে বুঝায়– Massively Multiplayer Online Games। আপনার যদি এমন কোনো গেম পছন্দ হয় যেখানে আপনি কোনো ওয়ার্ল্ড এ অ্যাডভেঞ্চার করবেন কিন্তু আপনার নরমাল MMO গেমগুলোর সাথে যে আনুষঙ্গিক জিনিষ গুলো আসে সেগুলো ভালো না লাগে তাহলে আপনি এই SimpleMMO গেমটি ডাউনলোড করতে পারেন।
গেমটি সম্পূর্ণ রূপে টেক্সট ভিত্তিক এবং সহজেই বোধগম্য এবং খেলা যাবে। আপনি অন্যান্য প্লেয়ারদের সাথে সংঘবদ্ধ হয়ে বড়ো বড়ো কিন্তু অনেক কুচুটে ওয়ার্ল্ড গুলোতে যুদ্ধ করতে পারবেন। আপনি প্লেঁয়ার ব্যাটেলে অংশ নিতে পারবেন, একজন ব্যবসায়ী হতে পারবেন কিংবা একজন হিটম্যান।
4. Medieval
আচ্ছা, এই গেমটা অন্য এক ক্যাটাগরির গেম। আপনি যদি স্ট্র্যাটেজি ভিত্তিক সিমুলেশন গেম এর পাখা হয়ে থাকেন তাহলে এই গেমটা আপনার অনেক ভালো লাগবে। Medieval গেমটিতে আপনি আপনার নিজের রাজ্য বানাতে পারবেন এবং সেখানে রাজা হতে পারবেন। তাছাড়া আপনি অনেক কিছু বানাতে পারবেন যেমন: ক্যাসল, বাজার ও সরাইখানা সহ অনেক কিছু।
আপনি আপনার ভাবনা-চিন্তা দিয়ে কাজ করে এখানে অর্জন করতে পারবেন টাকা যেটা দিয়ে আপনি আরো অনেক কিছু বানাতে পারবেন। তারপর আপনি টাকা লাগাতে পারবেন পরামর্শক দের পরামর্শ অনুযায়ী দেওয়া জিনিষ গুলোর উপর। বাস্তব জীবনের মতো আপনাকে ভাবতে হবে তাহলেই কেবল আপনি টাকা পাবেন।
তার উপর গেমটি সয়ংক্রিয়ভাবে আপনার ভিলেজ চালায় যখন আপনি অফলাইনে থাকেন তখনও। আপনি পরামর্শক দের ভাড়া করতে পারবেন যারা আপনাকে টাকা ইনভেস্ট করতে সাহায্য করবে এবং আপনি ১০০ এর অধিক পরামর্শক দের আনলক করতে পারবেন।
5. Bridge Constructor Portal
গেমটি একটি পেইড গেম। নাম শুনেই বুঝতে পারছেন আপনাকে ব্রিজ বানাতে হবে। কিন্তু এটা যেই সেই ব্রিজ বিল্ডিং গেম নয়। এখানে আপনাকে বিজ্ঞানের সাহায্য নিতে হবে। Bridge Constructor Portal গেমটি সব উন্মাদ প্রকৃতির টেক নিয়ে আসে। আপনাকে নতুন সব উপায় বের করতে হবে সেই সব উন্মাদ টাইপের টেক দিয়ে ব্রিজ বানাতে হলে।
তাছাড়া গেমটিতে আপনি গ্লাডোস এর আসল কণ্ঠসর শুনতে পাবেন। এর দাম ৫$ বা প্রায় ৫৫০ টাকা। ৫৫০ অনেক টাকা তবে আপনি এখানে পাবেন ৬০টি টেস্ট চেম্বার ও ব্রিজ তাই আপনার টাকা ভেস্তে যাবে না।
6. Dream League Soccer

আপনি যদি একজন ফুটবল পাখা হন তাহলে আপনার জন্য এই গেমটি একটি অস্থির গেম। গেমটিতে আপনি নিজের ফুটবল টিম বানাতে পারবেন ৩৪০০ এর অধিক FIFPro লাইসেন্সড প্লেয়ার দের মধ্যে থেকে এবং আপনার টিম মাঠে নামাতে পারবেন বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলোর বিরুদ্ধে। গেমটির গ্রাফিকস অসাধারণ এবং এর কন্ট্রোল গুলো মাস্টার করা সহজ।
গেমটিতে থাকবে কমেন্টারি যেটা আপনার ম্যাচ আরো রোমাঞ্চকর করে দিবে। আপনি ১০ টির অধিক কাপ কম্পিটিশনে খেলতে পারবেন। কোচদের দ্বারা আপনি প্লেয়ারদের স্কিল ও গোল স্কোরিং অ্যাবিলিটি বাড়াতে পারবেন। তাছাড়া বিশ্বের সেরা ফুটবলারদের বিরুদ্ধেও খেলতে পারবেন Dream League গেমটিতে।
7. Flipping Legend
এই গেমটির বর্ণনা দেওয়া একটু কষ্টসাধ্য। আমি বলি আপনি গেমটির ট্রেইলার দেখে নিন। এতে আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে গেমটি কিভাবে খেলতে হয়। গেমটিতে আপনাকে ফ্লিপ করতে হবে এবং আপনার শত্রুদের ধ্বংস করতে হবে। আপনি রিওয়ার্ড হিসেবে পাবেন গোল্ড বা স্বর্ন, যা দিয়ে আপনি নতুন অ্যাবিলিটি কিনতে পারবেন।
তাছাড়া Flipping Legend এ থাকবে সুন্দর সব মিউজিক ট্র্যাক। আপনি নতুন ক্যারেক্টার আনলক করতে পারবেন এবং তার সাথে তাদের অ্যাবিলিটিও। গেমটি গুগল প্লে থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
8. Repair Master 3D

আপনি অবশ্যই JerryRigEverything ইউটিউব চ্যানেল টি দেখেছেন। সেখানে Jerry নতুন সব স্মার্টফোন এর অভ্যন্তরে যা আছে সব কিছু তার ভিডিওতে দেখায়। আপনারও কি এই ফোন খুলার ইচ্ছা করে। তাহলে এই গেমটি আপনার জন্য। Repair Master 3D গেমটিতে আপনি কোনো ডিভাইসের নষ্ট পার্টগুলোকে বের করে সেগুলো ভালো পার্টগুলোর সাথে পরিবর্তন করে, সব ঠিক করে আপনার ক্লাইয়েন্ট এর কাছে দিতে হবে।
গেমটি যখন প্রথম খেলবেন তখন আপনাকে একটা স্মার্টফোন এর প্রটেক্টিভ স্ক্রিন গার্ড সরিয়ে স্ক্রিন রিপ্লেস করতে হবে, ফোনটির স্ক্রু গুলো বের করে ভেতরের নষ্ট হওয়া পার্টগুলোকে পরিবর্তন করতে হবে এবং সবকিছু পুনরায় লাগিয়ে এর মালিকের কাছে দিতে হবে।
আপনি যদিও প্রথমে স্মার্টফোন ঠিক করবেন তবে লেভেল বাড়ার সাথে আপনি ল্যাপটপ, নিন্টেন্ডো সুইচ, হেডফোন, ক্যামেরা, স্মার্টওয়াচ সহ অনেক কিছু আনলক করে রিপেয়ার করতে পারবেন। গেমটি সম্প্রতি গুগল প্লে স্টোরে রিলিজ হয় আর মাত্র ১ মাসের মধ্যে ৫ মিলিয়ন এর অধিক বার ডাউনলোড করা হয়েছে।
9. Boris and the Dark Survival
অনেকে হয়তো পিসিতে Bendy And The Ink Machine গেমটি খেলেছেন বা এর কথা কোনো ভাবে শুনেছেন। যারা গেমটি খেলেছেন তারা জানেন গেমটিতে একটা নেকড়ে আছে যার নাম বরিস। Boris and the Dark Survival গেমটি মূলত বরিস ক্যারাক্টার এর উপর ভিত্তি করে বানানো। এই হরোর সারভাইবাল গেমটিতে বরিস কে একটা ভুতুড়ে স্টুডিওতে গাইড করতে হবে এবং সেই সাথে ইংক ডিমন এর থেকে তাকে বাঁচাতে হবে।
গেমটির ক্লাসিক কার্টুন স্টাইল গ্রাফিক্স আর Joey Drew এর স্টুডিও যেটা ভীষণ ভয়ানক হরোর গেম পছন্দকারিদের অনেক ভালো লাগবে। স্টুডিওতে আপনাকে দরকারি আইটেম খুঁজতে হবে, খাবার খুঁজে স্ট্যামিনা বাড়াতে হবে এবং গেমটির চিত্র কেনো এরকম সেটা জানার জন্য রহস্যের সমাধান করতে হবে। স্টুডিওতে প্রত্যেকবার নতুন করে আইটেম সাজানো হয় যখন আপনি এন্টার করেন।
আমার হরর গেম ভালো লাগে না তারপরও যাদের লাগে তারা এই গেমটি ট্রাই করে দেখতে পারেন। গেমটি ডাউনলোড করতে ৮০ টাকা দিতে হবে।
10. Marvel Strike Force
আপনি কি মার্ভেলের ফ্যান না পাখা ? এই গেমটি সেই সকল গেমারদের জন্য যারা মার্ভেল সুপারহিরোদের ফ্যান। এখানে সাধারণ ভাবে শত্রুরা আক্রমন করবে আর আপনাকে মার্ভেল সুপারহিরো ক্যারেক্টারদের দিয়ে তাদের মোকাবেলা করতে হবে এবং পৃথিবীকে বাঁচাতে হবে।
Marvel Strike Force গেমটিতে আপনার ফেভারিট সুপারহিরোদের কালেক্ট করতে হবে, তাদের দিয়ে একটা টিম বানাতে হবে, আপগ্রেড করতে হবে এবং তাদের দিয়ে সিঙ্গেল-প্লেয়ার ব্যাটেলে জয়ী হতে হবে। তাছাড়া আপনি অন্যান্য প্লেয়ারদের সাথেও খেলতে পারবেন।
ক্যারেক্টারগুলো আপনি টাকা খরচ করে কিনতে পারবেন কিংবা গেমটি বেশি বেশি খেলে আনলক করতে পারবেন। টার্ন-ভিত্তিক কালেক্টর-ব্যাটেলার মোবাইলে এখন একটি জনপ্রিয় গেম টাইপ। আর মার্ভেলের গেমটি সেরাগুলোর একটি।
11. Father and Son
গেমটি একটি সিংগেল-প্লেয়ার অ্যাডভেঞ্চার টাইপের টাইটেল। অনেকে বলে থাকেন এটি একটি আবেগপ্রবণ অ্যাডভেঞ্চার গেম, যেখানে গেমটিকে আরো আকর্ষণীয় করে তুলে এর সুন্দর মিউজিক ট্র্যাক। গেমটির অ্যাডভেঞ্চার এর শুরু হয় নেশনাল আর্কেওলজি মিউজিয়াম থেকে যেটার অবস্থান নেপলসে, যেখানে আছে মানবসভ্যতার শ্রেষ্ঠসব হস্তনির্মিত বস্তু ও ট্রেজার।
গেমটি ১ ঘণ্টার মধ্যে খেলে শেষ করা করা যাবে তবে জেনে রাখুন খেলার সময় যদি কোনো ভুল করে ফেলেন তাহলে আপনাকে পুরো গেম প্রথম থেকে শুরু করতে হবে।
12. Hot Wheels Infinite Loop
কখনো কি হট হুইলস দিয়ে খেলেছেন ? সেখানে রেসের ট্র্যাক বানাতে হতো আর গাড়িগুলো ছেড়ে দিলেই চলতে থাকতো। সেই একই জিনিসের মোবাইল গেম ভার্সন হলো Hot Wheels Infinite Loop গেমটির গ্রাফিক্স ভালো এবং গেমটি অনেক ভালোভাবে তৈরি করা যেখানে গাড়িগুলো লুপের মধ্যে দিয়ে চলাচল করে আর শত্রুপক্ষের গাড়িকে ট্র্যাক থেকে সরিয়ে দেয়।
গেমটিতে অনেক বেশি কাস্টোমাইজেশনের সুযোগ পাবেন। আর ৮ জনের বিরুদ্ধে আপনি PVP ব্যাটেল করতে পারবেন। তাছাড়া টুর্নামেন্ট কমপ্লিট করে অনেক রিওয়ার্ড ও অস্থির সব প্রাইজ পেতে পারবেন। ড্রিফট করে নাইট্রো বুস্ট করতে পারবেন ও লন্ডন এবং নিউ ইয়র্ক এর রাইড গুলোতে ধুম মাচাতে পারবেন। ধুম মাচালে।
13. Rest in Pieces

Fantastic piece
উত্তরমুছুন