আপনি কি ৪০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ খুঁজছেন ? যদি আপনার উত্তর 'হ্যা' হয়ে থাকে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমরা নির্বাচন করেছি ৪০ হাজার টাকায় সেরা ল্যাপটপ।
ল্যাপটপ এমন একটা ডিভাইস যেটা আজকাল খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্টুডেন্ট (Student) থেকে বিজনেস ম্যান (Business Man) সবার কাছে একটা ল্যাপটপ থাকা আবশ্যক।
বেশিরভাগ ল্যাপটপ ক্রয় করার সময় ৩০ থেকে ৪০ হাজার বাজেটের ল্যাপটপ গুলো অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হয়। কারণ এই প্রাইস সেগমেন্ট এর ল্যাপটপগুলো অনেক জনপ্রিয়। বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের মাঝে।
নিজের জন্য একটা ভালো এবং উপযুক্ত ল্যাপটপ বাছাই করা একটা সুই এর ভিতর সুতা প্রবেশ করানোর মতো কঠিন।
তবে যাদের বাজেট ৪০ হাজার টাকার নীচে তাদের ল্যাপটপ বাছাই করণের কাজকে সহজ করার জন্য আমরা আজকে কিছু সেরা ল্যাপটপ এর ব্যাপক লিস্ট সংকলন করেছি। আশা করি আপনারা সবাই লিস্ট থেকে কিছুটা উপকৃত হবেন।
৪০ হাজার টাকায় সেরা ল্যাপটপ [২০২০]
বিঃদ্রঃ আজকের ল্যাপটপ বায়িং গাইড এর ল্যাপটপগুলোকে তাদের ফিচারস ও বৈশিষ্ট্য অনুযায়ী রাখা হয়েছে। আমরা সেই ল্যাপটপ গুলোকে এখানে প্রাধান্য দিয়েছি যেগুলো আপনার টাকা নেওয়ার যোগ্য। ল্যাপটপ গুলোর দাম এক মার্কেটে একরকম ও অন্য মার্কেটে আরেক রকম হতে পারে। তাই কেনার আগে খোজ খবর নিয়ে কিনে নিবেন। চলুন শুরু করি। alert-info
1. Acer Aspire E15
বাজেট ল্যাপটপ এর কথা বললে সর্বপ্রথম যেই নামটিই নিতেই হয় সেটা হলো এসার (Acer)। কোম্পানিটি তাদের অসাধারণ ল্যাপটপ এর জন্য ৩০ থেকে ৪০ হাজার বাজেটে অনেক নাম অর্জন করেছে। তাদের বাজেট ল্যাপটপের মধ্যে একটি সেরা ল্যাপটপ হলো Acer Aspire E15।
ল্যাপটপ টিকে পাওয়ার করছে ইন্টেল এর ৮ম জেনারেশন এর কফিলেক Core i3 প্রসেসরটি। ৪০ হাজার টাকার নীচে এই প্রসেসরটি একটা বেস্ট প্রসেসর। ল্যাপটপটি বানানো হয়েছে হাই-কোয়ালিটি প্লাস্টিক দিয়ে যেটা ল্যাপটপ টাকে বেশি গরম হতে দেবে না নরমাল ইউজে।
ল্যাপটপটির সাথে আপনি পাবেন ৬জিবি মেমোরি। আর স্টোরেজ হিসেবে থাকছে ১ টেরাবাইট এর এইচডিডি (HDD)। ফলে আপনি কোনো অস্বাভাবিক ল্যাগ বা হিকাপস ছাড়াই মাল্টিটাস্কিং করতে পারবেন। ১ টেরাবাইট স্টোরেজ থাকায় যেকোনো হাই-রেজুলেশনের ভিডিও বা ফাইল সহজেই সেভ করতে পারবেন।
১৩.৫- ইঞ্চির ফুল এইচডি ১৯২০ × ১০৮০পি এর ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে এতে যেটা খুবই সুন্দর কালার শো করে। ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। আপনি ক্যাসুয়াল ইউজে ১২-১৩ ঘণ্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যেটা এই প্রাইসে খুবই দারুন।
Acer Aspire E15 একটি দারুন ল্যাপটপ। স্কুল গামি বা ব্যাবসা কাজে নিয়োজিত কেউ কিংবা নরমাল ইউজার এর জন্য এটি একটি সেরা অপশন হতে পারে। এর দাম অনুসারে আমরা এটিকে আমাদের লিস্টে সবার উপরে রেখেছি।
অর্ডার করুন/cart/button
2. Dell i3567-3636BLK
ল্যাপটপটির নাম মনে রাখা খুবই সহজ। সত্যি বলছি কিন্তু। এই বাজেটের ল্যাপটপ গুলোর মধ্যে অনেকেই ডেল প্রেফার করে থাকেন। কেননা ডেল কোম্পানির উপর আমাদের সকলের বিশ্বাস অন্যান্য কোম্পানি থেকে বেশি আছে। যারা ডেলের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য Dell i3567 একটি ভালো অপশন হবে।
ল্যাপটপটির প্রসেসর হিসেবে ব্যাবহার করা হয়েছে ইন্টেলের ৭ম প্রজন্মের Core i3-7100u। এসার এর ল্যাপটপ থেকে এর প্রসেসর ১ বছর এর পুরনো। তবে আপনারা এতে পাবেন ৮ জিবি এর মেমোরি। যেটা আপনার যাবতীয় কাজকর্ম গেম খেলা বাদে সব ভালোভাবে নিয়ন্ত্রণ করবে।
উইন্ডোজ ১০ এর সাথে লাপটপটিতে পাবেন বড়ো ১৫.৬-ইঞ্চির ডিসপ্লে যেটা একটা টাচ স্ক্রিন সমর্থন করা প্যানেল। টাচ-স্ক্রিন ডিসপ্লে ও ৮ জিবি মেমোরি আপনার দৈনন্দিন কাজকর্মকে অবশ্যই অনেক ফাস্ট এবং সহজ করে দিবে।
২.৪ গিগা হার্টজ এর ক্লক স্পিড সম্পন্ন এই ল্যাপটপটি একজন স্টুডেন্ট বা নরমাল ইউজার এর জন্য অনেক ভালো একটা অপশন হবে। এর বড়ো টাচ স্ক্রিন ডিসপ্লে ও বেশি মেমোরি সব রকম কাজের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আর হ্যা, এর ৮জিবি মেমোরি DDR4 গ্রেড এর।
অর্ডার করুন/cart/button
3. Asus Vivobook 15
যারা প্রায়শই এক স্থান থেকে অন্য স্থানে গমন করেন সহজ ভাষায় যারা ট্রাভেলার এবং বাজেট এর মধ্যে একটা ভালো ল্যাপটপ খুঁজছেন তাহলে আপনার জন্য এই ল্যাপটপটি। Asus Vivobook 15 একটি অসাধারণ ল্যাপটপ যেটা বের হওয়ার পর থেকে বিশ্বের সব বাজেট ল্যাপটপ জগতে আগুন লেগে গেছে রীতিমতো।
ল্যাপটপটির পোর্টাবিলিটি, লাইট ওয়েটনেস ও ইউজাবিলিটি আপনাকে ইমপ্রেস করতে বাধ্য। ল্যাপটপটিতে দেওয়া আছে স্লেট গ্রে ফিনিস যেটা ল্যাপটপকে একটা প্রিমিয়াম লুক দেয়।
Asus Vivobook 15 ল্যাপটপটির ডিসপ্লে হিসেবে আপনাকে দেওয়া হবে ১৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যেখানে আছে ন্যানো বেজেল যা আপনাকে ফুল ভিউ এক্সপেরিয়েন্স দেবে। ডিসপ্লেটি ক্রিসপি, ক্লিয়ার ও ভাইব্রেন্ট কালার শো করে। ল্যাপটপটির ডিসপ্লেটি আসলেই অসাধারণ এবং এই বাজেটে বেস্ট।
ল্যাপটপটির প্রসেসর হিসেবে কাজে লাগানো হয়েছে ৮ম প্রজন্মের ইন্টেল Core i3-8145U। সাথে আছে ৮ জিবির DDR4 মেমোরি। এই দুই কম্বো আপনাকে অসাধারণ স্পিড প্রদান করবে।
১২৮ জিবি স্টোরেজ কারো জন্য যথেষ্ট নয়, অন্তত ল্যাপটপে। তবে যদি আপনি এই ৪০ হাজার টাকায় একটা এসএসডি ড্রাইভ পান তাহলে সেটা একটা দারুন ব্যাপার। ২০২০ সালে এসে এসএসডি না থাকা খুবই অস্বাভাবিক কিন্তু
বিশ্বাস করুন একবার এসএসডি ড্রাইভ এর স্পিডে অভ্যস্ত হলে আপনি হার্ড ডিস্ক ড্রাইভে কখনো ফিরতে পারবেন না সেটা এইচএইচডি ড্রাইভে যতো বেশি স্টোরেজ থাকুক না কেনো!
ল্যাপটপ এর মধ্যে আপনি পাবেন ব্যাক লিট কী-বোর্ড যেটা আপনার টাইপিং এক্সপেরিয়েন্স বাড়িয়ে তুলবে। ট্র্যাক প্যাড অনেক বড়ো এবং ভালো টাচ রেজিস্টার করে। সকল প্রয়োজনীয় পোর্ট যেমন: ইউএসবি সি সবই এতে পাবেন। এর একটি বড়ো ফিচার হলো Intel UDH Graphics কার্ড যেটার গ্রাফিক্স পর্যাপ্ত ভালো।
আপনি অ্যাডোব ফটোশপ এর মত ফটো এডিটিং অ্যাপ সহজেই ব্যাবহার করতে পারবেন। সর্বোপরি এই অসাধারণ আসুস ল্যাপটপটির আপনার টাকার ন্যায্য মূল্য দিবে।
অর্ডার করুন/cart/button
4. Lenovo IdeaPad 110
বাজেটে সেরা ল্যাপটপ নিয়ে কথা বলবো আর এখানে লিনোভো থাকবে না এটা কখনো হতে পারে না। যারা অনেক মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন তাদের জন্য Lenovo IdeaPad 110 একটি ভালো ল্যাপটপ অপশন হতে পারে।
এখানে আপনি পাবেন ইন্টেল এর পেন্টিয়াম গোল্ড ৪৪০৫ প্রসেসর। অনেকে হয়তো চিপটির নাম শুনেই এই ল্যাপটপটি স্কিপ করার কথা ভাবছেন। তাদের জন্য বলছি Pentium চিপসেট গুলো core i3 এর মতোই পারফর্ম করে। ৬জিবি DDR4 মেমোরি থাকায় আপনার লাগবে না আপনি একটা লোএন্ড ল্যাপটপ ইউজ করছেন।
ল্যাপটপটির ডিসপ্লে হিসেবে লিনোভো অফার করছে ১৫.৬ ইঞ্চির টাচ স্ক্রিন প্যানেল। এর স্ক্রিন কোয়ালিতি আপনাকে সন্তুষ্ট করবে কারণ এটা অনেক ক্রিসপ ও পপড-আপ কালার শো করে।
ল্যাপটপটি যেহেতু লিনোভো বানিয়েছে তাই আপনি এতে পেয়ে যাবেন Dolby audio এর সাপোর্ট। যারা গান শুনতে পছন্দ করেন তাদের জন্য এই ফিচারটি অডিও ক্ল্যারিটি ও কোয়ালিটি দুইটাই বাড়িয়ে দেবে। দিনের শেষে এটা একটা মাল্টিমিডিয়া ফোকাসড ল্যাপটপ।
উইন্ডোজ ১০ প্রি লোডেড এবং একটা ইউএসবি সি পোর্ট দেওয়া আছে এখানে। Intel UHD Graphics হালকা পাতলা গ্রাফিক্স সহজেই সামলাতে পারবে কোনো রকম অসুবিধা হবে না।
সুতরাং, ল্যাপটপ মুভিমেশিন চাইলে এই ল্যাপটপটি একটা বেস্ট অপশন এই বাজেট এ।
অর্ডার করুন/cart/button
5. Dell Inspiron 5584
ল্যাপটপ বায়িং গাইডে আরেকটি ডেল ল্যাপটপ রেখেছি আমরা। এটি হলো Dell Inspiron 5584। যাক এই নামটা মনে রাখা একটু কঠিন। যারা তাদের কষ্টে অর্জিত টাকার শতভাগ মূল্য চান তাদের অবশ্যই ডেল ল্যাপটপ এর দিকে দেখা দরকার। এর একটা সেরা উদাহরণ এটি।
ডিসপ্লে হিসেবে পাওয়া যাবে ১৫.৬-ইঞ্চির ফুল এইচডি রেসোলিউশন এর প্যানেল যেটা অনেক সুন্দর ও হাই কোয়ালাইটি ইমেজ রেন্ডার করে। তাই এই ডিসপ্লের মধ্যে কোনো মুভি বা কোনো ভিডিও দেখা হলে অসাধারণ অভিজ্ঞতা পাবেন।
ল্যাপটপটির অভ্যন্তরে পাওয়ার করছে ইন্টেলের ৮ম জেনারেশন এর Core i3-8145U চিপসেট। সত্যি বলতে এই প্রাইসে এরকম একটা প্রসেসর পাওয়া খুবই অস্থির বিষয়। তাছাড়া ৪জিবি মেমোরি পাবেন এতে যেটা একটু কম মনে হলেও এই বাজেটে সাধারণভাবে এরকমই হয়।
কীবোর্ড আরেকটা অস্থির জিনিষ এই ল্যাপটপ টার। এটি ব্যাক লাইট সাপোর্ট করে তাই আপনি এটা অন্ধকারেও টাইপ করতে পারবেন। আর হ্যা যেহেতু এটা RGB তাই ইচ্ছেমত কালার সেট করা যাবে। কীবোর্ড এর সাথে আছে একটা আলাদা নাম্বার প্যাড যেটা টাইপিং সহজ করবে।
ল্যাপটপটি হালকা পাতলা গেমিং করতে পারে এর Intel UHD 620 গ্ৰাফিক্স এর জন্য এবং সকল দরকারি পোর্ট ও ফাস্ট ওয়াইফাই সাপোর্ট করে। এইটা ভেরি বেস্ট অপশন অনেকের জন্য।
6. Asus Vivobook Flip 14

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমরা স্প্যাম ঘৃণা করি!