সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পাবজি মোবাইল অল্টারনেটিভ যেগুলো চাইনিজ নয় | পাবজির মতো গেমস ২০২০

PUBG-MOBILE-Alternatives

পাবজি মোবাইল একটি তুমুল জনপ্রিয় গেম স্মার্টফোন ইউজারদের মাঝে। ২০১৮ সালে প্লে স্টোরে বের হওয়ার পর ১০ কোটির বেশি বার গেমটি ডাউনলোড করা হয়েছে।

অ্যাপ স্টোরের মধ্যেও এই গেমটা রেকর্ড ব্রেক করেছে ডাউনলোডের হিসেব খাতায়।

তবে সম্প্রতি ভারতে ৫৯টি চাইনিজ অ্যাপ ব্যান হওয়ার পর অনেকেই পাবজি মোবাইল বয়কট করছেন। কারণ পাবজির সাথে চীনের  একটা সম্পর্ক আছে। বিশেষ করে টেনসেন্ট গেমস এর।

বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। আমি কিন্তু বলছি না যে পাবজি মোবাইল ব্যান হবেই।

আশা করি বাংলাদেশেও ব্যান হবে না এই ব্যাটেল রয়াল গেমটি। যাই হোক যদি আপনি পাবজি মোবাইলের কিছু অল্টারনেটিভ গেম খুঁজে থাকেন যেগুলো চাইনিজ নয় তাহলে আপনি সৌভাগ্যবান।

আজকের আর্টিকেল আমরা দেখবো ৪টি ব্যাটেল রয়াল গেমস যেগুলো অনেকটা পাবজি মোবাইল এর মতো কিন্তু চীনের সাথে কোনো ধরনের রিলেশন নেই। চলুন শুরু করি

পাবজি মোবাইল অল্টারনেটিভস

1. Battlelands Royale

BattleLands-Royale-PUBG-Alternative

ব্যাটেল লান্ডস রয়াল একটা কিউট পাবজি মোবাইল অল্টারনেটিভ। গেমটি তৈরি করেছে ফিনল্যান্ডের ডেভেলপার ফিউচারপ্লে।

পাবজি মোবাইলের সাথে গেমটি তুলনা করলে বলতে হবে যে গেমটি সম্পূর্ণ আলাদা ধরনের। ব্যাটেল ল্যান্ডস রয়ালের গ্রাফিক্স হলো কার্টুনিশ; পাবজির উল্টো।

৩২ জন প্লেয়ার একসাথে একটি ম্যাচ খেলতে পারবেন গেমটিতে। সংখ্যাটা পাবজির থেকে যদিও অনেক কম কিন্তু তার মানে এই না যে গেমটি কম্পিটিটিভ না।

প্লেয়াররা নিজেদের কে মারার জন্য ম্যাপের সকল এভাইলেবল আইটেম গুলো ইউজ করেন।

গেমটির মধ্যে অনেক গেম মোড আছে যেগুলো আপনাকে গেমটি ট্রাই আউট করার জন্য আরো বেশি আগ্রহী করে দিবে।

গেমটির সম্পর্কে একমাত্র নেগেটিভ পয়েন্ট হচ্ছে প্লেয়াররা একে অপরের সাথে ভয়েস ইউজ করে কথা বলতে পারবেন না মানে এতে ভয়েস চ্যাট ফিচারটি নেই।

যাই হোক গেমটি কিন্তু অনেক সুন্দর ও অ্যাডিক্টিভ এবং এর ডেভেলপাররা কঠিন পরিশ্রম করছেন যাতে গেমটি আরো ভালো লাগে সবার।

তাই আপনি পাবজি থেকে শিফ্ট হতে চাইলে এই গেমটি খেলতে পারেন।

2. Call Of Duty Mobile

COD-MOBILE-PUBG-Alternative-

যারা কল অফ ডিউটি মোবাইলের সম্পর্কে জানেন তারা সহজেই বলতে পারবেন যে পাবজি মোবাইলের জন্য সবচেয়ে শক্তিশালী কম্পিটিশন এটি।

পাবজি মোবাইলের সাথে পাল্লা দিতে পারে এমন একমাত্র গেম হলো কল অফ ডিউটি মোবাইল।

মজার ব্যাপার হচ্ছে, কল অফ ডিউটি মোবাইল এবং পাবজি মোবাইল দুই গেমই টেনসেন্ট গেমস এর অধীনে পাবলিশ করা আছে।

কল অফ ডিউটি গেমটি পাবলিশ করেছে টেনসেন্ট গেমস এর সহায়ক টিমি গেমস।

কিন্তু যখন কল অফ ডিউটির লোডিং স্ক্রিন দেখবেন তখন দেখা যাবে অ্যাক্টভিশন এর নাম। 

কারণ অ্যাক্টভিশন গেমটির রেভিনিউতে খুব অল্প পরিমাণ সাহায্য করলেও তারাই গেমটির আসল মালিক।

কল অফ ডিউটি মোবাইল, পাবজি মোবাইল থেকে আলাদা এর ফাস্ট-পেসড গেমপ্লের জন্য। এখানে আপনি ২টা মোড পাবেন: ব্যাটেল রয়াল এবং মাল্টিপ্লেয়ার।

অন্যান্য গেমের মতই ব্যাটেল রয়াল এর মধ্যে ১০০ জন প্লেয়ার একটি মাপে নেমে লাস্ট ম্যান স্ট্যান্ডিং না হওয়া অবদি লড়তে থাকে।

ব্যাটেল রয়াল গেম খেলার আগে আপনাকে অপারেটর ক্লাস সিলেক্ট করতে হবে যেটা গেমটিকে আরো ইন্টারেস্টিং বানিয়ে তুলে।

মাল্টিপ্লেয়ার মোডে আপনাকে ৫ বনাম ৫ ম্যাচে খেলতে হয় যেখানে আপনি অস্থির সব ওয়েপেন এবং মিলিটারিসটিক অপারেটর স্কিলস ব্যাবহার করে জিততে পারবেন।

অতএব, পাবজি লাভাররা গেমটি একবার ট্রাই করলেই অ্যাডিক্টেড হয়ে যাবেন।

3. Garena Free Fire

FreeFire-PUBG-Alternative

মোবাইল এর মধ্যে এখন যে গেমগুলো তুমুল জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হলো গারেনা ফ্রি ফায়ার। গেমটি একটি ফ্রি ব্যাটেল রয়াল গেম অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্ম এর জন্য।

গেমটি বের করে সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানি। পরে গেমটির ডেভেলপমেন্ট এর দায়িত্ব নেয় ভিয়েতনাম এর ১১১ডটস স্টুডিও।

আমি জানি পাবজি লাভাররা ফ্রি ফায়ার গেমটি দেখতেই পারেন না এবং তাদের জন্য উপরের গেমগুলো আছে। তবে সবাই সম্মত হবে যে গেমটির একটা বিরাট কমিউনিটি আছে।

এমনকি ২০১৯ সালে সবচেয়ে বেশিবার ডাউনলোড করা হয়েছে এই গেমটি।

ফ্রি ফায়ারের গেম মেকানিক্স অনেকটা পাবজি মোবাইল এর মতো। তবে এখানে ব্যাটেল রয়াল মোডে ৫০ জন প্লেয়ার থাকবে। পাবজি মোবাইলে থাকে ১০০ জন।

যদিও ফ্রি ফায়ারের গ্রাফিক্স কোনো আহামরি কিছু নয় কিন্তু এটা এর জন্য এমন যে লো-এন্ড ডিভাইসেও গেমটি স্মুথ চলে।

যাই হোক যাদের হাই গ্রাফিক্স এর গেম পছন্দ তাদের জন্য গারেনা, ফ্রি ফায়ারের একটি এনহ্যান্সড ভার্সন এর উপর কাজ করছে– ফ্রি ফায়ার ম্যাক্স।

সুতরাং, ফ্রি ফায়ার একটা ভালো পাবজি অল্টারনেটিভ; গ্রাফিক্স এর দিক দিয়ে না তবে অন্যান্য দিকে সবকিছু পাবজির সমতুল্য

4. Fortnite

FORTNITE-Mobile-PUBG-Alternative

পাবজি পিসির জন্য কঠিনতম চ্যালেঞ্জ হলো ফর্টনাইট। পিসিতে লিটারালি ব্যাটেল রয়াল প্লেয়ারদের মধ্যে একদল পাবজি আর এক দল ফর্টনাইট খেলেন।

পিসি আর কনসোলে ফর্টনাইট অনেক বেশি জনপ্রিয় হলেও আইওএস বিশেষ করে অ্যান্ড্রয়েড দুনিয়ায় গেমটি এত বেশি জনপ্রিয় হয়নি।

তার সবচেয়ে বড়ো কারণ গেমটি প্লে স্টোরেই নেই। আর গেমটি চালানোর জন্য একটা যথেষ্ট ভালো ফোন দরকার যেটা বেশিরভাগ ইউজারদের থাকে না।

তারপরও যদি আপনার লিস্টের বাকি গেম গুলো ভালো না লাগে তাহলে আপনি ফর্টনাইট ট্রাই করতে পারেন।

আসলে কল অফ ডিউটি ও পাবজি মোবাইল থেকে গেমটি অনেক পিছিয়ে। ফর্টনাইট বানিয়েছে এপিক গেমস – আমেরিকান কোম্পানি।

ফর্টনাইট ব্যাটেল রয়ালে ১০০ জন প্লেয়ার একটি এয়ার বাস থেকে জাম্প করে। জাম্প করার পর ছাতা ধরে বাতাসে ভাসতে ভাসতে নিচে নামতে হবে।

দ্বীপে ল্যান্ড হওয়ার পর সেখানকার রিসোর্স এবং ওয়েপেন কাজে লাগিয়ে অন্যদের এলিমিনেট করতে হবে।

ফর্টনাইট এর কার্টুনিশ গ্রাফিক্স এর জন্য অনেকে হয়তো এটাকে অপছন্দ করতে পারেন কিন্তু আপনাকে মানতে হবে গেমটি বিশ্বের অনেক মানুষ পছন্দ করেন এবং গেমটি ওয়েল-এক্সেকিউটেড।

অনেকের ভালো লাগবে না যে গেমটিতে যারা কন্ট্রোলার ব্যাবহার করে খেলেন তাদের একটা অ্যাডভান্টেজ আছে। যারা কন্ট্রোলার ইউজ করবেন না তারা হয় তো ব্যাটেল রয়াল জিততে পারবেন না বা জিততে অনেক কষ্ট হবে।

তারপরও যারা পাবজি ছেড়ে দিয়েছেন তারা এই গেমটি দেখতে পারেন।

আপনার জানা উচিত যে এপিক গেমসে টেনসেন্ট এর ৪০% স্টেক আছে। কিন্তু এর জন্য আমরা ফর্টনাইট ব্যাটেল রয়ালকে চাইনিজ অ্যাপ বলতে পারবো না।

পাবজি মোবাইল অল্টানেটিভস নিয়ে মন্তব্য

যাদের আর্টিকেল পড়ে মাথা খারাপ হয়ে গেল তাদের বলছি আমি নিজেও একজন পাবজি ফ্যান এবং আমি পাবজি ফ্যানই থাকব।

তবে যদি কোনো কারণে আপনি পাবজি খেলা বন্ধ করে অন্য কোনো সিমিলার গেম খুঁজেন তাহলে আপনার জন্য এই আর্টিকেল।

যদি কোনো কারণে বাংলদেশে পাবজি ব্যান হয়ে যায় তখন আপনি হয়তো এই বিকল্প গেমগুলো খেলে সময় কাটাতে পারবেন।

আমি জানি কোনো গেমই পাবজিকে রিপ্লেস করতে পারবে না এবং আমি চাইও না করুক।

আপনার কোনো পাবজি মোবাইল অল্টারনেটিভ থাকলে সেটা কম্মেন্টসে জানাবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সেরা ১২ উইন্ডোজ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার [২০২০]

আপনি কি কখনো আপনার পিসির স্ক্রিন রেকর্ড করেছেন ? আপনি আপনার উইন্ডোজ পিসির জন্য সেরা স্ক্রিন রেকর্ডার এর সন্ধান করছেন ? আমরা রিসার্চ করেছি ১২ টি ভিন্ন ফ্রি এবং পেইড উইন্ডোজ স্ক্রিন রেকর্ডার নিয়ে যেগুলো আপনার প্রয়োজন অনুসারে একটি আদর্শ স্ক্রিন রেকর্ডার হিসেবে প্রমাণিত হবে আপনার কাছে।  যদিও প্রায় প্রত্যেকটি স্ক্রিন ক্যাপচার টুল এর মূল্য ও কার্যকলাপ ভিন্ন ভিন্ন হয় তবে সকলেরই কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন: অ্যাডজাস্টেবল ভিডিও ফ্রেম, কাট ও পেস্ট এডিটিং অপশন ও আনলিমিটেড রেকর্ড টাইম। তাহলে কোন টুলটি ব্যাবহার করে আপনি একটা ভিডিও টিউটোরিয়াল বানাবেন, আপনার ব্যবসা অনলাইনে কাস্টমারদের কাছে পৌঁছাবেন কিংবা আপনার গেম খেলার দক্ষতা ও স্কিল সবাইকে দেখবেন ? আজকের আর্টিকেলে আমরা সংকলন করেছি ১০ টি (ফ্রি ও পেইড) সেরা উইন্ডোজ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। এগুলো আপনাকে সহজেই নিজের পিসির স্ক্রিন রেকর্ড করতে দিবে। সেরা ১২ উইন্ডোজ স্ক্রিন রেকর্ডার [২০২০]

সেরা ১০ অ্যান্ড্রয়েড ভিডিও এডিটিং অ্যাপ [২০২০]

ভিডিও এডিটিং যেকোনো ডিভাইস হোক তা কম্পিউটার বা স্মার্টফোন এর জন্য সবচেয়ে গুরুতম কাজ সমূহের একটি। কম্পিউটারের মধ্যে ভিডিও এডিটিং করতে হলেই প্রয়োজন মোটামুটি ১৬ জিবি এর মতই মেমোরি,ভালো কোনো প্রসেসর, প্রচুর স্টোরেজ স্পেস। কোনো ফোনের অভ্যন্তরে এত শক্তশালী স্পেসিফিকেশন থাকে না যা ডেস্কটপ এর মত ফাইনাল কাট প্রো কিংবা অ্যাডোব প্রিমিয়ারের মত কাজ করতে পারবে। তারপরও কিছু অ্যাপ রয়েছে যাদের দ্বারা সাধারণ এডিটিং অনায়াসে করা সম্ভব। এমনকি এইসব অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রোদের এডিটিং করাও সম্ভব কিছু ধৈর্য ধারণ করে করলে। এই হলো লিস্ট অ্যান্ড্রয়েডের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস এর। অন্তত, অ্যাডবে প্রিমিয়ার রাস অ্যান্ড্রয়েডের জন্য লঞ্চ হওয়া অবদি। 1. Action Director   পিসিতে অ্যাকশন ডিরেক্টর বহুল জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপসগুলোর একটি। অ্যান্ড্রয়েডের এরও এটি জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপগুলোর একটি। এটা সাধারণ এডিটিং এর কাজগুলো সহজে করতে পারে। আপনি ভিডিও ক্লিপস ইমপোর্ট করতে পারবেন, তারপর সম্পাদনা করতে পারবেন এবং ভিডিও রেন্ডার করতে পারবেন। আপনি চাইলে ভিডিওতে নিজের মিউজিক বা ...