সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পাবজি মোবাইল এবং কোড মোবাইলের মাঝে ৩টা সাদৃশ্য

similarities-between-pubg-mobile-and-cod-mobile

  • মোবাইল প্লাটফর্মে পাবজি মোবাইল এবং কোড মোবাইল দুইটাই সবচেয়ে বড়ো ব্যাটেল রয়াল গেম।
  • অতএব, এই হলো দুটো ব্যাটেল রয়াল গেম দুটোর মাঝে কিছু সহজে লক্ষণীয় সাদৃশ্য।

পাবজি মোবাইল ও কল অফ ডিউটি মোবাইল দুইটাই সেরা ব্যাটেল রয়াল গেম হোক সেটা আইওএস কিংবা অ্যান্ড্রয়েড যেকোনো প্লাটফর্ম এর মধ্যে।

উভয় গেমই ১০০ মিলিয়ন এর অধিক সংখ্যক বার ডাউনলোড করা হয়েছে। এবং উভয় গেমই অনেকজন প্লেয়ার খেলেন দৈনিক মাপকাঠিতে।

যেহেতু উভঁয় গেমেরই তুমুল জনপ্রিয়তা রয়েছে এবং গেম গুলোর গ্রাফিক্সও অসাধারণ তাই এটা কোনো আশ্চর্য বিষয় হবে না যদি এই দুই টপ অফ দা শেলফ গেমগুলোর তুলনা করা হয়।

এই দুই ব্যাটেল রয়াল গেমের মধ্যে অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায় যেমন: অস্থির কমব্যাট, লার্জ মাল্টিপ্লেয়ার অ্যাকশন ও নানাবিধ গেম মোডস।

আজকের আর্টিকেলে আমরা দেখবো এই দুই গেমের মাঝে কিছু সহজেই অনুমেয় সাদৃশ্য বা সিমিলারিটি। উইদাউট এনি ফার্থার ডিলে লেটস গেট স্টার্টেড। 

পাবজি মোবাইল এবং কল অফ ডিউটি মোবাইল এর মাঝে ৩টি সাদৃশ্য 

#১ গেম মোডস

দুইটা গেমের মধ্যে প্রথমে যে সাদৃশ্য লক্ষ্যণীয় সেটা হলো এদের গেম মোডস। পাবজি মোবাইল এবং কল অফ ডিউটি মোবাইল দুইটা গেমের মধ্যেই একটা ব্যাটেল রয়াল মোড আছে যেখানে ১০০ জন প্লেয়ারকে একটা আইল্যান্ডে নামিয়ে দেওয়া হয় এবং সেখানে জোনটা সময়ের সাথে ছোট হয়ে যায়। শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সেই বিজয়ী হয়।

গেমগুলোর মধ্যে আরেকটা সিমিলার গেম মোড হলো টিম ডেথ ম্যাচ বা সংক্ষেপে টিডিএম। এখানে একটা টিমকে আরেকটা টিমের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক কিল করতে হয়। যেই টিম দ্রুত সেই সংখ্যক কিল কমপ্লিট করতে পারবে সেই টিম জিতে যাবে। 

যদিও উভয় গেম মোড অনেক সিমিলার এদের টিম প্লেয়ার সংখ্যা হালকা আলাদা। পাবজি মোবাইলে ৪বনাম৪ প্লেয়ার থাকে অপরদিকে কোড মোবাইল থাকে ৫বনাম৫ জন প্লেয়ার।

#২. রয়াল পাস এবং ব্যাটেল পাস

দুইটা গেমের মধ্যে আরেকটা সহজে লক্ষণীয় সাদৃশ্য হলো এদের টায়ার ভিত্তিক রিওয়ার্ড সিস্টেম। পাবজি মোবাইলে একে বলা হয় রয়াল পাস এবং কোড মোবাইলে একে বলে ব্যাটেল পাস। 

উভয় গেমের মধ্যেই প্লেয়ারদের একাধিক মিশন কমপ্লিট করে তাদের রেঙ্ক বা টায়ার বাড়াতে হয় এবং মিশন কমপ্লিট হয়ে গেলে পাওয়া যায় ভিন্ন ভিন্ন রিওয়ার্ডস। 

যারা টাকা খরচ করতে চান না তাদের জন্য দুই গেমের মধ্যেই আছে ফ্রি পাস। তাছাড়া পেইড পাস এর কথা বললে দুইটার মধ্যেই দুটো করে অপশন আছে।

পাবজি মোবাইলে পেইড পাস গুলোর নাম এলিট পাস এবং এলিট পাস প্লাস যেখানে কোড মোবাইলে আছে প্রিমিয়াম পাস ও প্রিমিয়াম পাস প্লাস।

#৩ অন্যান্য ছোট ফিচারস

প্রথম ও দ্বিতীয় সিমিলারিটি ছাড়াও উভয় গেমে কিছু ছোট কিন্তু লক্ষণীয় সিমিলারিটিজ আছে। উভয় ব্যাটেল রয়াল গেম আপনাকে ক্যারাকটার এর পার্সপেক্টিভ চেঞ্জ করার অপশন দেবে। মানে, থার্ড পার্সন ভিউ এবং ফার্স্ট পার্সন ভিউ।

এছাড়াও আরো অনেক সিমিলার ফিচারস দেখা যায় উভয় গেমে। যেমন:  ক্ল্যানস, রেঙ্কড প্লেইং মোড, বন্দুকের ক্যাটাগরি ইত্যাদি।


ফিচারড ইমেজ ক্রেডিট: Youtube/Yanrique

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সেরা ১২ উইন্ডোজ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার [২০২০]

আপনি কি কখনো আপনার পিসির স্ক্রিন রেকর্ড করেছেন ? আপনি আপনার উইন্ডোজ পিসির জন্য সেরা স্ক্রিন রেকর্ডার এর সন্ধান করছেন ? আমরা রিসার্চ করেছি ১২ টি ভিন্ন ফ্রি এবং পেইড উইন্ডোজ স্ক্রিন রেকর্ডার নিয়ে যেগুলো আপনার প্রয়োজন অনুসারে একটি আদর্শ স্ক্রিন রেকর্ডার হিসেবে প্রমাণিত হবে আপনার কাছে।  যদিও প্রায় প্রত্যেকটি স্ক্রিন ক্যাপচার টুল এর মূল্য ও কার্যকলাপ ভিন্ন ভিন্ন হয় তবে সকলেরই কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন: অ্যাডজাস্টেবল ভিডিও ফ্রেম, কাট ও পেস্ট এডিটিং অপশন ও আনলিমিটেড রেকর্ড টাইম। তাহলে কোন টুলটি ব্যাবহার করে আপনি একটা ভিডিও টিউটোরিয়াল বানাবেন, আপনার ব্যবসা অনলাইনে কাস্টমারদের কাছে পৌঁছাবেন কিংবা আপনার গেম খেলার দক্ষতা ও স্কিল সবাইকে দেখবেন ? আজকের আর্টিকেলে আমরা সংকলন করেছি ১০ টি (ফ্রি ও পেইড) সেরা উইন্ডোজ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। এগুলো আপনাকে সহজেই নিজের পিসির স্ক্রিন রেকর্ড করতে দিবে। সেরা ১২ উইন্ডোজ স্ক্রিন রেকর্ডার [২০২০]

সেরা ১০ অ্যান্ড্রয়েড ভিডিও এডিটিং অ্যাপ [২০২০]

ভিডিও এডিটিং যেকোনো ডিভাইস হোক তা কম্পিউটার বা স্মার্টফোন এর জন্য সবচেয়ে গুরুতম কাজ সমূহের একটি। কম্পিউটারের মধ্যে ভিডিও এডিটিং করতে হলেই প্রয়োজন মোটামুটি ১৬ জিবি এর মতই মেমোরি,ভালো কোনো প্রসেসর, প্রচুর স্টোরেজ স্পেস। কোনো ফোনের অভ্যন্তরে এত শক্তশালী স্পেসিফিকেশন থাকে না যা ডেস্কটপ এর মত ফাইনাল কাট প্রো কিংবা অ্যাডোব প্রিমিয়ারের মত কাজ করতে পারবে। তারপরও কিছু অ্যাপ রয়েছে যাদের দ্বারা সাধারণ এডিটিং অনায়াসে করা সম্ভব। এমনকি এইসব অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রোদের এডিটিং করাও সম্ভব কিছু ধৈর্য ধারণ করে করলে। এই হলো লিস্ট অ্যান্ড্রয়েডের বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস এর। অন্তত, অ্যাডবে প্রিমিয়ার রাস অ্যান্ড্রয়েডের জন্য লঞ্চ হওয়া অবদি। 1. Action Director   পিসিতে অ্যাকশন ডিরেক্টর বহুল জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপসগুলোর একটি। অ্যান্ড্রয়েডের এরও এটি জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপগুলোর একটি। এটা সাধারণ এডিটিং এর কাজগুলো সহজে করতে পারে। আপনি ভিডিও ক্লিপস ইমপোর্ট করতে পারবেন, তারপর সম্পাদনা করতে পারবেন এবং ভিডিও রেন্ডার করতে পারবেন। আপনি চাইলে ভিডিওতে নিজের মিউজিক বা ...

পাবজি মোবাইল অল্টারনেটিভ যেগুলো চাইনিজ নয় | পাবজির মতো গেমস ২০২০

পাবজি মোবাইল একটি তুমুল জনপ্রিয় গেম স্মার্টফোন ইউজারদের মাঝে। ২০১৮ সালে প্লে স্টোরে বের হওয়ার পর ১০ কোটির বেশি বার গেমটি ডাউনলোড করা হয়েছে। অ্যাপ স্টোরের মধ্যেও এই গেমটা রেকর্ড ব্রেক করেছে ডাউনলোডের হিসেব খাতায়। তবে সম্প্রতি ভারতে ৫৯টি চাইনিজ অ্যাপ ব্যান হওয়ার পর অনেকেই পাবজি মোবাইল বয়কট করছেন। কারণ পাবজির সাথে চীনের  একটা সম্পর্ক আছে। বিশেষ করে টেনসেন্ট গেমস এর। বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। আমি কিন্তু বলছি না যে পাবজি মোবাইল ব্যান হবেই। আশা করি বাংলাদেশেও ব্যান হবে না এই ব্যাটেল রয়াল গেমটি। যাই হোক যদি আপনি পাবজি মোবাইলের কিছু অল্টারনেটিভ গেম খুঁজে থাকেন যেগুলো চাইনিজ নয় তাহলে আপনি সৌভাগ্যবান। আজকের আর্টিকেল আমরা দেখবো ৪টি ব্যাটেল রয়াল গেমস যেগুলো অনেকটা পাবজি মোবাইল এর মতো কিন্তু চীনের সাথে কোনো ধরনের রিলেশন নেই। চলুন শুরু করি পাবজি মোবাইল অল্টারনেটিভস 1. Battlelands Royale ব্যাটেল লান্ডস রয়াল একটা কিউট পাবজি মোবাইল অল্টারনেটিভ। গেমটি তৈরি করেছে ফিনল্যান্ডের ডেভেলপার ফিউচারপ্লে। পাবজি মোবাইলের সাথে গেমটি তুলনা করলে বলতে হবে যে গেমটি সম্পূর্ণ আলাদা ধরনে...