সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পাবজি মোবাইল এবং কোড মোবাইলের মাঝে ৩টা সাদৃশ্য

similarities-between-pubg-mobile-and-cod-mobile

  • মোবাইল প্লাটফর্মে পাবজি মোবাইল এবং কোড মোবাইল দুইটাই সবচেয়ে বড়ো ব্যাটেল রয়াল গেম।
  • অতএব, এই হলো দুটো ব্যাটেল রয়াল গেম দুটোর মাঝে কিছু সহজে লক্ষণীয় সাদৃশ্য।

পাবজি মোবাইল ও কল অফ ডিউটি মোবাইল দুইটাই সেরা ব্যাটেল রয়াল গেম হোক সেটা আইওএস কিংবা অ্যান্ড্রয়েড যেকোনো প্লাটফর্ম এর মধ্যে।

উভয় গেমই ১০০ মিলিয়ন এর অধিক সংখ্যক বার ডাউনলোড করা হয়েছে। এবং উভয় গেমই অনেকজন প্লেয়ার খেলেন দৈনিক মাপকাঠিতে।

যেহেতু উভঁয় গেমেরই তুমুল জনপ্রিয়তা রয়েছে এবং গেম গুলোর গ্রাফিক্সও অসাধারণ তাই এটা কোনো আশ্চর্য বিষয় হবে না যদি এই দুই টপ অফ দা শেলফ গেমগুলোর তুলনা করা হয়।

এই দুই ব্যাটেল রয়াল গেমের মধ্যে অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায় যেমন: অস্থির কমব্যাট, লার্জ মাল্টিপ্লেয়ার অ্যাকশন ও নানাবিধ গেম মোডস।

আজকের আর্টিকেলে আমরা দেখবো এই দুই গেমের মাঝে কিছু সহজেই অনুমেয় সাদৃশ্য বা সিমিলারিটি। উইদাউট এনি ফার্থার ডিলে লেটস গেট স্টার্টেড। 

পাবজি মোবাইল এবং কল অফ ডিউটি মোবাইল এর মাঝে ৩টি সাদৃশ্য 

#১ গেম মোডস

দুইটা গেমের মধ্যে প্রথমে যে সাদৃশ্য লক্ষ্যণীয় সেটা হলো এদের গেম মোডস। পাবজি মোবাইল এবং কল অফ ডিউটি মোবাইল দুইটা গেমের মধ্যেই একটা ব্যাটেল রয়াল মোড আছে যেখানে ১০০ জন প্লেয়ারকে একটা আইল্যান্ডে নামিয়ে দেওয়া হয় এবং সেখানে জোনটা সময়ের সাথে ছোট হয়ে যায়। শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সেই বিজয়ী হয়।

গেমগুলোর মধ্যে আরেকটা সিমিলার গেম মোড হলো টিম ডেথ ম্যাচ বা সংক্ষেপে টিডিএম। এখানে একটা টিমকে আরেকটা টিমের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক কিল করতে হয়। যেই টিম দ্রুত সেই সংখ্যক কিল কমপ্লিট করতে পারবে সেই টিম জিতে যাবে। 

যদিও উভয় গেম মোড অনেক সিমিলার এদের টিম প্লেয়ার সংখ্যা হালকা আলাদা। পাবজি মোবাইলে ৪বনাম৪ প্লেয়ার থাকে অপরদিকে কোড মোবাইল থাকে ৫বনাম৫ জন প্লেয়ার।

#২. রয়াল পাস এবং ব্যাটেল পাস

দুইটা গেমের মধ্যে আরেকটা সহজে লক্ষণীয় সাদৃশ্য হলো এদের টায়ার ভিত্তিক রিওয়ার্ড সিস্টেম। পাবজি মোবাইলে একে বলা হয় রয়াল পাস এবং কোড মোবাইলে একে বলে ব্যাটেল পাস। 

উভয় গেমের মধ্যেই প্লেয়ারদের একাধিক মিশন কমপ্লিট করে তাদের রেঙ্ক বা টায়ার বাড়াতে হয় এবং মিশন কমপ্লিট হয়ে গেলে পাওয়া যায় ভিন্ন ভিন্ন রিওয়ার্ডস। 

যারা টাকা খরচ করতে চান না তাদের জন্য দুই গেমের মধ্যেই আছে ফ্রি পাস। তাছাড়া পেইড পাস এর কথা বললে দুইটার মধ্যেই দুটো করে অপশন আছে।

পাবজি মোবাইলে পেইড পাস গুলোর নাম এলিট পাস এবং এলিট পাস প্লাস যেখানে কোড মোবাইলে আছে প্রিমিয়াম পাস ও প্রিমিয়াম পাস প্লাস।

#৩ অন্যান্য ছোট ফিচারস

প্রথম ও দ্বিতীয় সিমিলারিটি ছাড়াও উভয় গেমে কিছু ছোট কিন্তু লক্ষণীয় সিমিলারিটিজ আছে। উভয় ব্যাটেল রয়াল গেম আপনাকে ক্যারাকটার এর পার্সপেক্টিভ চেঞ্জ করার অপশন দেবে। মানে, থার্ড পার্সন ভিউ এবং ফার্স্ট পার্সন ভিউ।

এছাড়াও আরো অনেক সিমিলার ফিচারস দেখা যায় উভয় গেমে। যেমন:  ক্ল্যানস, রেঙ্কড প্লেইং মোড, বন্দুকের ক্যাটাগরি ইত্যাদি।


ফিচারড ইমেজ ক্রেডিট: Youtube/Yanrique

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কিভাবে অনেকগুলো ফেসবুক পোস্ট একসাথে ডিলিট করবেন ? [২০২১]

  আজকাল যার কাছে স্মার্টফোন আছে তার কাছে যে একটা ফেসবুক একাউন্ট আছে সেটা নিশ্চিত। ফেসবুকে ছবি, ভিডিও কিংবা নিজের ভাবনা-চিন্তা প্রকাশ করা একটা অনেক সহজ কাজ। তবে সব সময় সব কিছু পোষ্ট করা যে সকলের নিকট ভালো লাগবে সেটা বলা সম্ভব না। অনেকের হয়তো আপনার পোস্ট করা কোনো ছবি বা ভিডিও বা স্ট্যাটাস ভালো নাও লাগতে পারে বা অন্য কোনো কারণবশত আপনি কোনো পোস্ট ডিলিট করতে চান। যদিও ফেসবুক ইউজারদের তাদের পোস্ট ডিলিট করার সুযোগ দিত অ্যাকটিভিটি লগ থেকে তারপরও ওই প্রক্রিয়া টা কিছুটা জটিল আর সময় সাপেক্ষ ছিল। তবে এই কাজটা করা অনেক সহজ হয়ে গেছে কারণ আপনি এখন অনেক গুলো পোস্ট একসাথে ডিলিট করতে পারবেন। আজকের আর্টিকেলে আমরা দেখবো কিভাবে অনেক গুলো ফেসবুক পোস্ট একসাথে ডিলিট করবেন একসাথে অনেকগুলো ফেসবুক পোস্টগুলো ডিলিট করবেন যেভাবে (অ্যান্ড্রয়েড ও আইওএস)

৪০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ [২০২০]

আপনি কি ৪০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ খুঁজছেন ? যদি আপনার উত্তর 'হ্যা' হয়ে থাকে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমরা নির্বাচন করেছি ৪০ হাজার টাকায় সেরা ল্যাপটপ। ল্যাপটপ এমন একটা ডিভাইস যেটা আজকাল খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্টুডেন্ট (Student) থেকে বিজনেস ম্যান (Business Man) সবার কাছে একটা ল্যাপটপ থাকা আবশ্যক। বেশিরভাগ ল্যাপটপ ক্রয় করার সময় ৩০ থেকে ৪০ হাজার বাজেটের ল্যাপটপ গুলো অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হয়। কারণ এই প্রাইস সেগমেন্ট এর ল্যাপটপগুলো অনেক জনপ্রিয়। বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের মাঝে। নিজের জন্য একটা ভালো এবং উপযুক্ত ল্যাপটপ বাছাই করা একটা সুই এর ভিতর সুতা প্রবেশ করানোর মতো কঠিন। তবে যাদের বাজেট ৪০ হাজার টাকার নীচে তাদের ল্যাপটপ বাছাই করণের কাজকে সহজ করার জন্য আমরা আজকে কিছু সেরা ল্যাপটপ এর ব্যাপক লিস্ট সংকলন করেছি। আশা করি আপনারা সবাই লিস্ট থেকে কিছুটা উপকৃত হবেন। ৪০ হাজার টাকায় সেরা ল্যাপটপ [২০২০]